• Uncategorized
  • 0

অণুগল্প ১ বৈশাখের বিশেষ সংখ্যায় মৌসুমী রায় ঘোষ

মিস্ত্রি-বন্ধু

আজ মিস্ত্রি-বন্ধুদের কাজের শেষদিন| ছোট্ট রিয়ার তাই ভীষন মন খারাপ | গত একমাসে মিস্ত্রি-বন্ধুদের সঙ্গে খুব ভালো দোস্তি হয়ে গেছে ওর | ওরা যখন কাজ করতো পাশে বসে ওদের সঙ্গে কত.ই না গল্প করেছে, রাইমস শুনিয়েছে | শুনে ওরা শুধু হাসে | ইস্কুলে যাওয়ার পথে গর্ব করে বন্ধুদেরকে দেখিয়েছে “ঐ দেখ ওরা আমার মিস্ত্রি-বন্ধু” | ওরা ওদের জিনিষপত্র গুছিয়ে নিচ্ছেলো | আজকের পর থেকে বারান্দার ঐ কোনটা ফাঁকা হয়ে যাবে | জিনিষগুলো থাকা মানে পরদিন আবার বন্ধুদের দেখতে পাওয়ার প্রতিশ্রুতি | রিয়া দুঃখ দুঃখ মুখ করে বারান্দার একপাশে দাঁড়িয়ে ওদের গোছগাছ দেখছিলো | বন্ধুরা কাজের ফাঁকে ওর দিকে চাইছে আর মুচকি হাসছে | “কি মন খারাপ ?” গোছানো শেষ, ওরা সবাই বেরিয়ে পড়লো | দরজা পর্যন্ত রিয়া গেলো পেছন পেছন | দরজায় দাঁড়িয়ে ওদের চলে যাওয়া দেখছিলো | হঠাত্‍ দোকানের সামনে সবাই দাঁড়িয়ে পড়ে রিয়ার দিকে ঘুরলো মুখে রহস্যময় হাসি | মোহর মিস্ত্রি এগিয়ে এলো রিয়ার কাছে | ওর হাতে একটা বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিলো হাসি মুখে |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।