কবিতায় প্রদীপ বসু
দাঁড়হীন নৌকা
ভরা শ্রাবনের বরিষনে সময়ের স্রোতে ধুয়ে মুছে যায়,
জীবনের ধূসর মরু প্রান্তরে এসে সব মানুষের ছায়া কায়হীন হয়।
মিলনের আকাঙ্ক্ষা ছিলো যেভাবে সম্মিলিত প্রচেষ্টায় সে কেবলই মিথ্যে প্রতিশ্রুতিতে ছিল মোড়া,
নিত্য প্রয়োজনীয় পদক্ষেপ ঘাম ঝরিয়ে পথে প্রান্তরে ঘোরা।
ছিলো যত আশ মিটাতেই ফুরিয়ে গেছে স্বাস, তবুও কেন লাগলো না জোড়া?
বার্ধক্যে শরীরের লোমকূপের থেকে সাদা সোনা ঝরা উঁকি দিয়ে জানান দেয় মিথ্যে প্রহসনে যায় না গড়া।
বিধাতার লিখন ছিলো দুই ভাগে ভাগ্যের পথের দিশা,
সেই সুরে কাছ থেকে দূরের দূরে চল ঘুচিয়ে যত অমানিশা।
দাঁড় হীন নৌকা ভাসিয়ে নিয়ে যাওয়া হয় তো বিপদসঙ্কুল,
তবুও তো শান্ত হয়ে থাকা মাঝ সমুদ্রে ভাসমান অবস্থায় নীলাকাশে শুদ্ধ নিঃশ্বাস নিতে পারে, ভয় ডর হীন খন্ড জীবনের মূল।
0 Comments.