Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান শ্রীস্বদেশ সাধক সরকার (সেরার সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান শ্রীস্বদেশ সাধক সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৩১ বিষয় - বসন্তের শেষে

মুকুলের আশ্বাস

এখন তেমন আর ঘাসের উপর শিশির কি কারো চোখে পড়ে,মনে হয় না। অথচ হেমন্ত এসে যখন কড়া নাড়ে ,রূপোর মত শিশির যখন কচুপাতার উপর থাকে তখন যেন জীবন দোলা বলে -সবই টলটলায়মান এক প্রতিক্ষণ ,কেউ নয় স্হায়ী। জীবনের অনুক্ষণ যেন তারের সুরের মুর্ছনা,যতক্ষণ চলে ততক্ষণ জীবনের জয়গানে কথাকলি খেলে বেড়ায়,বেহাগী মন মেঘের আকাশে কখন শীতের কুয়াসা ছেড়ে দখিনা মলয় বাতাস আপন করে নেয় প্রকৃতির যাতয়াতের পথকে~এ চলা ,এ পথ যেন আসা যাওয়া পথের ধারে চলতেই থাকে,কিন্তু সে শিশির আর শিশিরসিক্ত হয়ে কচুপাতাকে বলে না, সব কেমন যেন অগোছালো হয়ে গেল,সবুজ গেল হারিয়ে,রাস্তার ঘাস আর বটের ছায়ায় বসন্তের আড্ডা,চায়ের দোকানে মজলিসি, কিংবা শীতের শেষে বসন্তের প্রাতে শাড়ির আঁচল,কোকিলের ডাক,বৈঁচি পিয়ালের গল্প সাথে নতুনত্বের প্রতিলিপিতে নীলাকাশে বলাকার দল উড়ে যেতে যেতে পড়ে থাকা আকাশকে বলে হয়ত ফেরা হবে না আর এ পথে~ মনের গোপন কথা,প্রাণের চাহিদা,মধুপ গুঞ্জনে ফুলের সোহাগ আর দোলনচাঁপার হেলদোল যেন তন্বি কিশোরীর বেনুনীর শেষে লাল ফিতার প্রজাপতি মনের আনন্দে আলাপচারিতার অণুকাব্যিক পরশমণি । তারপর,তার আর পর নাই,এই পথ যদি শেষ না হয়,কিন্তু তবু যেতে দিতে হয়~ বসন্তের শেষে যে হাহুতাস মন হয়ত পড়ন্ত বিকেলের অস্পষ্ট আলোর সন্ধ্যা বন্দনা সেও তো স্বাভাবিক । ঝরা পাতাগুলো উড়ে যায় নতুনের আহ্বানে। তরুবরের বিষণ্ণ মন উদাস হয়ে থাকে,চলে গেলি,ধরে আর রাখতে পারলাম কই,তোদের চলে যাওয়া আর আমার থেকে যাওয়া সন্তানহারা মায়ের আর্তনাদ তবুও আবার সে ও শিশিরসিক্ত প্রাণসঞ্জীবনী পায় ফিরে নতুনের তরে,বসন্ত বিদায় যেন নব মুকুলের আশ্বাস । তাই কবির কথায়~ “ আমার কাছে কী চাও তুমি ওগো খেলার গুরু কেমন খেলার ধারা ? চাও কি তুমি যেমন করে হল দিনের শুরু তেমনি সতে সারা ? সে দিন ভোরে দেখেছিলাম প্রথম জেগে উঠে নিরুদ্দেশের পাগল হাওয়ার আগল গেছে টুটে কাজ-ভোলার সব খেপার দলে তেমনি আবার জুটে করবে দিশেহারা ”? বসন্তের শেষে এ কথাই বারবার বলে সবার কাছে~বর্ষার জল নদীকে বিধৌত করে মাটি কর উর্বর আর তাপ নিদাঘ গ্রীষ্ম তারে শুষে নিয়ে বলে আবার আসিব ফিরে,এই বাংলায়~ বসন্তের শেষে বসন্তকেই আহ্বান জানিয়ে বলে তোমার না থাকার মাঝেই থাকার আনন্দ চির বিরাজমান । শেষ বসন্তের শেষ বেলা শেষ কথাটি তোমায় দিলে তুলে নব মুকুলের আশ্বাসে ~। বিদায় বসন্ত।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register