কবিতায় ছন্দা চট্টোপাধ্যায়
অব্যক্ত
এ ভরা বাদর মাহ ভাদর শূন্য তবু নয় মনমন্দির মম...
অনেক কথা জমে ছিল মনের আকাশে,
তোমার আমার ভালোবাসা ছিলো অব্যক্ত;
আজও সে মধুর স্মৃতি মেঘ হয়ে ভাসে;
হঠাৎই দেখা বৃষ্টিঝরা সন্ধ্যায় রেড রোডে...
তোমার গাড়ির কাঁচে জলের ফোঁটারা কার নাম লেখে!
তিনটি দশক পরে শুকিয়ে যাওয়া কদম ফুল আবার শিউরে উঠে সুগন্ধ ছড়ায়!
গোধূলির নরম মায়াবী আলো আদুরে সুরে ডাকে...
-'আয় কাছে আয়।'-
বৃষ্টিভেজা সূর্য ঢলে অস্তাচলে,
কানে কানে বলে--
-'আয় কাছে আয়'-...
পুবের আকাশে রামধনু রঙ তিরিশ বছর আগের স্বপ্ন ছোঁয়ায়...
-'আয় কাছে আয়।'-
কতো কথা বাকি ছিলো,
একদিনে সব কী উজার করা যায়?
কোনো কথা শেষ পর্যন্ত হয়না শোনা...
আকুল পাগলপারা মনে অজস্র না বলা কথার আনাগোনা...
মাথার ওপর কিছু রাতচরা পাখির ডানা--
মিলিয়ে যায় জলো হাওয়ায়,
-'আয় কাছে আয়!'-
তবু ফিরে যেতে হয় সংসার খাঁচায়...
একবার যদি দুজনেই নিতে পারতাম দুজনের বুকের ওম!
আজো ভালোবাসায় বাঁচা যায়!
0 Comments.