Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় সন্দীপ কুমার মিত্র

maro news
কবিতায় সন্দীপ কুমার মিত্র

রাখবে কি আগলে

ঐ শাপলা ফুলের সৌরভে যদি তোমার মুখটা ভেসে উঠতে দেখতে না পারি তবে কেমন করে ভালবাসবো তোমাকে!!! অনবরত বৃষ্টি তে ভিজে যদি তোমাকে ছাতার আচ্ছাদনে শুকনো রাখতে না পারি তবে ভালবাসা ঐ জলে যাবে ভেসে, আর অবাক হয়ে চেয়ে দেখবে, মানুষ টা বদলে গেল কেমন যেন!!! আমার কৈশোরের ভালবাসা যদি তোমার মনে খুনসুটির দাবানল জ্বালাতে না পারে তবে ধিক্ সে ভালবাসা--- তোমার চোখের আলোতে যদি পথ চলতে না পারি তবে কি ভালবাসার যোগ্য হতে পারবো কোনোদিন!!! যদি হারিয়ে যাই অযোগ্যতায়---- তবে কি আমায় খুঁজবে সেদিন ঘন অমানিশার অন্ধকার আদরে॥
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register