কবিতায় শুভাশিস সাহু
আলোর আলোড়িত জীবনে
সেই প্রতিভা
উজ্জ্বলতার এক সমাহার।
তুমি ওড়াও
তোমার প্রেমের কেতন।
তোমার অস্পষ্ট
মুখে দেখি
উল্লাসিত এক
অজানা ঢেউ।
তবু আমি এই
পরাজিত সন্ধ্যায়
তোমার প্রেমের উল্লাস
উদযাপন করি।
এসো হে... এসো হে...
এসো তুমি মোর
শেষ মৃত্যু ইতিহাসে;
আমার মৃত্যুর নগরে।
তুমি হে এসো এসো হে...
এ রাতের কলেবরে,
জীবনের স্নিগ্ধতা ছড়াও
আলোর আলোড়িত জীবনে।।
0 Comments.