কবিতায় ডরোথী দাশ বিশ্বাস
মে
এমন একটি সময়---
যখন গ্লোব লিলিরা মাটি ফুঁড়ে বের হয়,
ফট ফট শব্দে ফুল ফোটায়,
আত্মপ্রকাশের আনন্দে মাতোয়ারা।
দূর নীলে মেঘেদের বিন্যাস---
এই আছে, এই নেই---
জলহারা ছিন্ন জীর্ণ উধাও!
বেলার বয়স বেড়ে আকাশ ধোঁয়াটে
চেহারায়
এও এক রহস্যময় গাম্ভীর্য,
দীর্ঘ দিন--- রাতে তারার দেওয়ালি, ছায়াপথ।
সমস্ত প্রকৃতি তাকে স্বাগত জানায়...
0 Comments.