কবিতায় বর্ণালী মুখার্জী
ভালোবাসা মন্দবাসা
জানি সেইভাবে ভালোবাসো নি কোনোদিন,
সেইভাবে পেছন ফিরেও তাকাও নি...
ঝড়ো কাকের মতো অপেক্ষা,
অপেক্ষায় থেকেছি এক যুগ...
তাও তুমি একবারও তাকাও নি...
কালো বলে শুধুই কি
অবহেলা,
কালো বলেই কি আমাকে পাশে ফেলে অজান্তেই চলে যাও অন্যের হাত ধরে,
পথ চলতে একবারও কি পেছন ফিরে তাকাবে না আমার দিকে...
কত জন্মের অপেক্ষা লালন করেছি নিজের মধ্যে...
সুপ্ত বাসনা ডানা মেলে উড়তে চায়...
জোঁকের মুখে নুন চেপে বন্ধ করেছি বাতায়নগুলো...
কালো কতবার শুনেছি কত জনের মুখে...
সবুজের ফাঁকে দীঘল কালো জলে তোমার ছায়া শূন্য বুকে ভাসে।।
কৃষ্ণার আগুন ঝরানো রূপের প্রভা ব্যাপ্ত হয় অন্তরে,
কালোর ছটায় জগৎ আলো
চাঁদের আলো ম্লান...
কৃষ্ণ সায়রে ভাসিয়ে দিলাম মনের যত কালিমা,
নিজেকে উজাড় করে বিলোবো ভালোবাসার মহিমা।।
0 Comments.