কবিতায় চিরঞ্জীব হালদার
শূন্য
একের সাথে 'শূন্য 'যেতে যেতে বলল
তার খুব খিদে পেয়েছে।
'এক' বলল আমার থেকে আলাদা হলেই তোর
না থাকে কাম না হিংসে ।
না ক্ষীর না দেমাক
না বসন্ত।
না রুপোর কাঠি।
এই 'নয়' এলো বলে
আরো একটা জংলি নয় আসলেই দেখবি
তোর অসীম শূন্য আত্মা থেকে
জন্ম নেবে অয়ুত দশমিক পরবর্তী আমি।
ইহজগৎ জানেনা শূন্য থেকে শূন্যের বিয়োগ।
0 Comments.