তারা শিল্পী তারা কাল্পনিক
কল্পনাকে বাস্তব রূপ দেয় তারা দৈনিক।
কেউ বা তারা মূর্তি গড়ে
কেউবা ছবি আঁকে ক্যানভাসে,
কখনো বা বাজায় গিটার
সুর তোলে এক মনে।
তারা চায় ভালোবাসা
. তোমরা দেবে উৎসাহ
এটাই তাদের আশা।
সুখীরা হয় না শিল্পী
. তবে শিল্পীরা সুখী নয়,
বিনিপয়সাতে কাজ পারি বাবু
কিন্তু লাগে যে খিদার ভয়।
এক মনে বাবু শিল্প করি
সময় করি যে নষ্ট,
আমরা বাবু স্বপ্ন দেখি
কত স্বপ্ন হয়েছে ভষ্ট।
শিল্প করতে যে খাটুনি আছে
. আর আছে যে কষ্ট
বিনিপয়সায় শিল্প করলে পেট ভরে না
বলে দিলাম সেটা স্পষ্ট।
আমি ছবি আঁকতে চেষ্টা করি
ব্যর্থ আমি করি যে খাতা নষ্ট
লক্ষ্যে যাত্রার চেষ্টা করছি অনবরত
স্বপ্নটা যে ভারী কষ্টের।
0 Comments.