এতো হীন প্রচেষ্টার পরেও
কেউ ঠিক ভুলতে পারে না
এখানে সবাই হরিজন
ঘরে ঘরে একপেট খিদা
লেখে গল্প এমন জীবন
ইতিহাস তবু মনে রাখে
হেঁটে যায় মুক্তধারা পথে
হেঁটে যায় নোয়াখালি পথ
জনপ্রিয়তা থেকে দূরে
দেখনদারির থেকে দূরে
কোন মন্ত্র কাজ করে যায়
তাই জানে রঘুপতি রাম
কেউ কেউ পতিতপাবন I
0 Comments.