Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

maro news
গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

মোহন বাঁশি

আজি আঁধার রাতে কালার বাঁশি মোহন সুরে বাজে ও সে বাঁশির সুরে রাধার আঁখি অবনত রাঙা লাজে হেথা হোথা চাহে বারেক ফিরিয়া দেখিবারে চায় শ্যাম না দেখিতে পাইয়া বক্ষ ভেদিয়া উঠিতেছে একি নাম । নয়ন বাহিয়া পড়িতেছে ঝড়ে রাধার বক্ষ ব্যথা বুঝিবে কি শ্যাম কহিবে কি জানি রাধার সনে কথা । আজি রাধার অশ্রু গগন ভেদিয়া পড়িছে বিশ্বভূমে অবিরত বারি ঝরিছে দেখো মোহন বাঁশির নামে ।

জীবন নদীর বন্দরে

মাগো ! আঁধার আলোয় গর্ভেতে তোর, ছিলেম বড়ই সুখে দিবা নিশি মা গো তোমার, বুকে মাথা রেখে । ধরায় যখন আলোর ধারা সেই আলোতে পাগল পারা তোর গর্ভ হতে পৃথ্বীলোকে জনম নিয়ে দেখি, সর্বনাশা বিশ্বভুবন মানব জনম একি ।
জীবন বীণার ছিন্ন তারে, সুরের আশা জাগে অস্তরাগের রামধনুটাও, রবির কিরণ মাগে । স্বপন দেখি আঁধার আলোয় সত্য আঁকড়ে থাকি কালোয় ব্যাথার বাঁশি বাঁধ ভেঙেছে ওগো ভুবন মাঝির অন্তরে বেলে শেষে নাও ভিড়েছে, আজ জীবন নদীর বন্দরে ।

ক্ষমা করো

আমি যতন করিয়া রাখিয়া তোমারে যতনে সাজায়ে মন লিখেছিনু বড় আদর সোহাগে করিয়া অতি সযতনে ।
তুমি বক্ষ ভেদিয়া কঠিন কপাট ছিন্ন করিলে বেশ মোর সাজানো বাগানে নিঃশেষে তুমি দিয়ে গেলে অতি ক্লেশ ।
তা বলে কি আমি ভুলিব তোমারে ভুলিবো তোমার নাম ! ভুলিবো কি কভু তোমার আলোয় ভুলিবো তোমার ধাম !
ক্ষমা করো প্রভু পারিনা ভুলিতে তব প্রেম নাম মালা যদি তুমি দাও এ বক্ষ মাঝারে দাহন দগ্ধ জ্বালা ।

বঞ্চিত

মেঘলা আকাশ দারুণ বিকেল গাঁ'এর মেঠো পথ এই পথেই তো বহিয়া চলে সভ্যতারই রথ ।
রথের রশি টানিয়া চলে গাঁ'এর যত চাষি, সেই রথে বসি বাজায়ে চলে শহুরে বাবু বাঁশি ।
বিজয় বাঁশির রব উঠিয়াছে যত বার যত দেশে, গাঁ'এর মজুর শ্রমিক সবাই বঞ্চিত নিঃশেষে ।
সভ্যতারই মুকুট দেখো শহুরে বাবুর শিরে, শ্রমিক মজুর যেমনি ছিল তেমনি রইলো পড়ে ।
কালের রথচক্রটাকে সজীব রাখে যারা, যুগ হতে যুগ তারাই তো রয় ভিটে মাটি ঘর ছাড়া ।

আমি দিব্যা বলছি

মোর, রইল পড়ে খেলার পুতুল রইল পড়ে সাথি, রইল পড়ে আপন স্বজন রইল দিবা রাতি ।
হারিয়ে গেলো নিঃশ্বাস মোর চিরদিনের তরে, বেল যুঁথিকা ফুলের মালায় সব সাজালো যতন করে ।
শ্মশান ঘাটে বিদায় দিল প্রতিবাদী দেশ, প্রতিবাদের ভাষাও আজ রুক্ষ-করুণ বেশ ।
দুদিন পরে ভুলবে সবাই ভুলবে আমার নাম, প্রতিবাদের ভাষাই সেদিন হবে রাজনীতির ধাম ।
কি হবে আর প্রতিবাদে বিচার পাবো কই, মা যে যত্ম করে তুলে রেখেছে কলম খাতা বই ।
লিখবো না আর সেই খাতাতে কখনো মোর নাম, হাত বাড়িয়ে ডাকছি ওগো শোনো দিব্যা আমার নাম ।
বুদ্ধিজীবী রাজনীতিবিদ মনটি দিয়ে শোনো, সবার ঊর্ধে ন্যায় নীতি আর মনবতা জেনো ।
ওগো ! আমার নিথর দেহ নিয়ে কোরো না রাজনীতি, হয়তো তোমার ঘরের কণ্যাটিও বইবে দিব্যা সম স্মৃতি ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register