ফেলে আসি নীল সাধনার
ভাঙা দুটি ডানা
কোথাও কি ফুটে কোনো ফুল
গন্ধে তার অলৌকিক ভোর
নেমে আসে , কাছে যেতে
হেঁটে ছুটে সাপের মতন
বারবার হয়ে যায় ভুল
বেলা গেলে বাসনার
ভাঙা ডানা আর রোদ্দুর
কাছাকাছি বসে থাকে ,
রাত গুলি ভীষণ তান্ত্রিক
এর চেয়ে বেশি বলা ভালো ?
পারিজাত ফুটে উঠে স্বপ্নের বাগানে
শুধু তুমি ছেড়ে দিলে হাত
চলে যায় বাসনাকুসুম -
0 Comments.