Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

maro news
কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

১। আমি ঊর্মিলা বলছি

আমি ঊর্মিলা, মিথিলা-নন্দিনী, রাজন জনক পিতা, ব্রজের সুনইনা মাতা, জ্যেষ্ঠা রাম-প্রিয়া, সৌমিত্র-কেশরী পতি, সূর্য-বংশীয় কুলতিলক, মহারাজ দশরথ শ্বশুর মোর; তবু বাল্মীকি কাব্যে উপেক্ষিতা; উচ্চারিত কয়েকটি শব্দ মাত্র, কী জানি কী দোষে মহাকাব্যে থাকি অন্তরালে, বঞ্চিতা পতি সোহাগে ভরা যৌবনে: থেকেছি ভীত মিথিলায় সর্বদা, জন্ম মম কোন অশুভ ক্ষনে, শুধুই বঞ্চনা প্রাপ্য আমার জীবনে। মহাকবির লেখনীও করে কার্পণ্য, শব্দ সীমিত করি ঊর্মিলা উচ্চারনে; সুখ বি-রহিত এ জীবন বিধি-বামে।

২। মজার খেলা

বা-রে ,বা-রে বা-বা-দেখে-যা-- কী মজার খেলা রে ভাই কী বোঝা-বুঝির খেলা যে!
একে ছোড়ে গোলার বল অন্যে হাঁকায় ব্যাটে ছক্কা; খেলা যে গট- আপ ভাই বোঝে এখন তা সবাই, চুপ-চাপ রয় মানুষে।
আনন্দে শুভেচ্ছা জানায় একে অপরে, হাসি মুখে ফুল-ডোর সাথে চন্দনে; মানুষ কাঁদে নিরালায়।
অদৃষ্টের করে শাপান্ত কপাল ঠোকে অবিশ্রান্ত, স্বাধীনতা কী অলক্ষুনে!
অন্ন-চিন্তা চমৎকারে দিন ফুরায় হ'য়ে হন্যে, দেশ-প্রীতি রয় বক্তিমে।
নিত্য কেবল রাজনীতি, পদের-ই প্রতি আসক্তি; সত্য হয় চার্চিল- উক্তি প্রতি পদে পদে এদেশে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register