আমার শিক্ষক আমার মা
আমার পরমপিতা,
আমার শিক্ষক চলার পথে
আমার জীবনগীতা।
আমার শিক্ষক পথ হারালে
নতুন পথের দিশা,
আমার শিক্ষক বন্ধু আমার
প্রাণের ভালোবাসা।
আমার শিক্ষক শেখায় আমায়
মানুষ গড়ার মন্ত্র,
আমার শিক্ষক নয়কো রোবট
কিংবা কোনো যন্ত্র।
আমার শিক্ষক চেতনায় রাঙা
আলোর পথযাত্রী
অগ্নিমন্ত্রে পুড়িয়ে ফেলে
ঘন কালো রাত্রি।
আমার শিক্ষক বুকের রুধি
আমার চোখের মণি
আমার শিক্ষক আমার নেতা
আমার জ্ঞানের খনি।
0 Comments.