তুমি শর্ত দিলে। শর্ত তো
বিক্রেতা আর খরিদ্দারদের মধ্যে থাকে!
ভালোবেসে কাছে টেনেছিলাম।
আমার জিন ধারণ করেছো, তোমারও আমি।
তাদের টানে ফিরে আসা, তোমারও,
অনেক দিন অনেক মাস পর।
ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছি
তাদের, তোমাকেও।
শর্ত দিলে শেষ পর্যন্ত!
আমাকে এতটা ছোট নাই বা করলে।
আমার আকাশটাকে ছোট্ট করলে!
দোষ আমারই, আকাশটাকে দেখাতে পারিনি!
ছোট্ট কুঠি ছাদ ভেবেছো।
ছাদের নীচেই শর্ত আদান প্রদান চলে!
পরিমাপ চলে পণ্যের,
দাঁড়ি পাল্লা তো আকাশে টাঙানো যায় না।
0 Comments.