পাথরের শুক্রদোষ কাটিয়ে তার সামনে এসে দাঁড়াই
নাম রাখি কলুর বলদ
এই শরীর আমি,এ শরীর লতাগুল্মময়
হাঁসের কান্নাবোধে
অলাতচক্র এ শরীর অগত্যা আমার আমার
আকাশ কালো করে যন্ত্রণারা নামে
উটের গ্রীবার বাঁকে অগ্রিম সুদ জমা হয়
ফাঁকা করে ফেলে শস্যখেত
সকালে উঠে দেখি অটোরিক্সায় চেপে
মদনগোপালের বউ
আঁতুড় বাচ্চা নিয়ে হাসপাতাল থেকে একা ঘরে ফেরে
নিজস্ব পুঁইমাচার নীচে এসে যখন দাঁড়াই
উঁইয়ে ধরা খুঁটিখানা জড়িয়ে আমার খুব কান্না পায়
খসে যাওয়া ঘুড়ির মতো আমার হলুদরঙা চৈতন্য
ভাসতে ভাসতে
পেরিয়ে যায় ধানখেত গমখেত;লজ্জাহীন একাদশীর চাঁদ
0 Comments.