Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় সেকেন্দার আলি সেখ

maro news
গুচ্ছকবিতায় সেকেন্দার আলি সেখ

১। নদীর বুকে 

বাড়ির পাশেই গ্রামের পথে এদিক-সেদিক হাজার ফুল বাঁক পেরিয়ে এগিয়ে গেলেই পড়বে চোখে -- নদীর কুল।
নদীর কূলে ঘাটের মোড়ে চলছে ফেরি দূরের ঘাটে জোয়ার-ভাঁটায় গ্রামের মানুষ ধরছে মাছ -- সুদূর লাটে।
উথাল পাথাল ছলাৎ জলে নৌকো ছোটে দুলকি চালে শন -শন -শন ছুটতে থাকে ঢেউ কাটিয়ে -- নিজের পালে।
নদীর বুকে উঠলে জোয়ার মাঝ সাগরে ট্রলার ছোটে মাছের নেশায় পাগল মাঝি প্রহর খুঁজে -- ইলিশ লোটে।

২। ছুটির মজা

পুজোর ছুটির অনেক আগেই গুগল নেটে সার্চ করে জেনে বুঝে টিকিট কেটে --- সবুজ ঘেরা আন্দামানে দিলাম পাড়ি।
আন্দামানে আমেজ-ভরা ছুটির মজা উলুক-ঝুলুক মেঘ মুলুকে ইলিশ ভাজা বৃষ্টি -ভেজা রাস্তা দিয়েই চড়ছি -- গাড়ি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register