Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় শর্মিষ্ঠা দত্ত

maro news
কবিতায় শর্মিষ্ঠা দত্ত

প্রত্যয়

চারদিকে ধূসর পাহাড় তার বরফঢাকা চূড়োয় এসে পড়েছে সকালের সোনালী রোদ চোখধাঁধানো সেই সোনার মুকুটের দিকে একাগ্র দৃষ্টি রেখে শুরু হয় অনন্ত পথচলা চোখের সামনে সব পেয়েছির দেশ মিডাসের মত ঘোরলাগা চোখে হেঁটে যায় অগণিত মানুষের দল সেখানে পৌঁছতে হলে পেরিয়ে যেতে হবে অনন্ত গিরিখাত হিমবাহ বরফের নদী পেরিয়ে যেতে হবে শ্বাপদসঙ্কুল অরণ্য মেঘলা উপত্যকা জনহীন প্রান্তর সেখানে মানুষের পাশে কোনো মানুষ থাকে না থাকে ক্ষুধার্ত হায়নার দল পচাগলা লাশের স্তুপ যুথবদ্ধ মৃত কিছু পরজীবী
চোখের ওপর ঝিকমিকিয়ে ওঠে পবিত্র আলোর উৎস অফুরান সোনার ভান্ডার মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে তাকে আর একবার ছুঁয়ে দিলেই মুঠোয় ভরে নেওয়া যাবে এক পৃথিবী সুখ
এভাবেই সকাল থেকে দুপুর উজ্জ্বলতা যত বাড়ে সম্মোহিত মানুষের দল ছুটে চলে কেউ বা পা পিছলে পড়ে কেউ বা তলিয়ে যায় অনন্ত খাদের নীচে অচিরেই তার অস্তিত্ব মুছে ফেলে সময়
কেউ কেউ ক্ষতবিক্ষত শরীরে আর্তনাদ করে পড়ে থাকে পথের ধুলোয় যতই এগোনো যায় দূরে আরো দূরে সরে সরে যায় সেই ইউটোপিয়া
এরপর বিকেলের মরা আলোয় ম্লান হয়ে আসে পাহাড়ের চুড়োর রং গভীর রাতে বিকট এক দানবের মত একদলা অন্ধকার গিলে ফেলতে চায় যাবতীয় মানবতা আর সেই অন্ধকারে চোখ সইয়ে সম্পূর্ণ একা হয়ে যাওয়া মানুষটা রক্তাক্ত যাপনের ইতিহাস বুকে নিয়ে আরো এক নতুন ভোরের অপেক্ষায় স্থির স্বপ্নিল দৃষ্টিতে সেই উচ্চতার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে
কোনো একদিন সে পা রাখবেই সেই আলোর বৃত্তে
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register