আমাকে ঘিরেছে যারা স্ত্রী পুত্র সন্তান
শীতের চিকচিকে মসৃণ রোদ
অনন্ত অসীম ,বারান্দায় দাঁড়িয়ে রঙিন ফুলের টবে অস্তিত্ব খুঁজেছি
পড়ন্ত দিনের আলোয় আমাকে তবুও ঘিরেছে যারা ,দূর থেকে স্পর্শাতীত
নানান বিচিত্র পথে একদিন ফিরে পাওয়া যেতে
পারে সব স্মৃতি, এই ভেবে যদিও
এখন একাকী,এখনো যা কিছু অচেনা
তার দিকে চেয়ে থাকি
চাতকের মতো
0 Comments.