তুমি ঠিক ভরে উঠো
সাঁঝবেলা হয়ে গেলে রোজ
আমি পাতা কুড়োনোর ছলে
দেখে আসি
আর বলি চুপ -
ওই রূপ অযথা পথিক
না দেখাই ভালো তাই
দেখিয়ে দিয়েছি ছায়াপথ
যদি পারো হেঁটে যাও
ফুলগুলি শুধু পড়ে থাক II
চারিদিকে ব্যস্ত অনুপাত
দু একজন দেখে রাখা ভালো
বাকি সব হেঁটে যাও
কত পথ ছায়াপথ জুড়ে --
তুমি ঠিক ভরে উঠো
আমি পাতা ভরানোর ছলে
দেখে আসি I
0 Comments.