কবিতায় শতদীপ বন্দ্যোপাধ্যায়
হনন
নিয়ন বাতির আলোয় কর্নিয়াতে ছায়া ফেলছে অসুখ
টুকরো টুকরো বিষাদমেখে ফুঁপিয়ে ওঠে মেদিনী,
অরণ্যের নৈঃশব্দ্য চিরে উঠে আসে দলা পাকানো এক আর্তচিৎকার
ঝোপের আড়ালে প্রমাদ গোনে ক্ষিপ্রপিশাচ,
উন্মুক্ত জীবনকে বিদ্ধ করে ধাতব গুলি
অগ্নির বুকে জ্বলতে থাকে সজীবতা, চঞ্চলতা,
আকন্ঠ বিনোদনসুধায় টলমল হয় কিছু পা...
বনানী যেনো প্রেতপুরি,
বাতাস কেটে এগিয়ে আসে আদিম শোক
দেহ রেখে দেয় সবুজ ঘাসের ওপর
ঝলসে যাওয়া নিথর শরীর শুদ্ধি করে লালসা
লাল মাংসের খাঁজে চাঁদের আলোয় স্পষ্ট হয় হাড় জড়ানো মনস্তাপ।
0 Comments.