এক একটা বছর শেষ হয়ে গেলে
চোখে ঠুলি পরে থাকা
বিদ্যায়তনিক শিক্ষাগুলো
চকচকে তাকে তুলে দিতে
দ্বিধা করি না একটুকুও
করি না দ্বিধা
বইয়ের ভীড় জমিয়ে
নিজেকে আলাদা করে দেখাতে
জ্ঞানী মার্জিত বই-পোকাদের দলে
নিজের বিদ্যা জাহির করে
তবে কি এইখানেই শেষ ?
"বিদ্যা দদাতি বিনয়ং" মিথ্যা !
আসলে সবই তো মেকি
মুখোশ পরা সমাজের বুকে
বিদ্যা হয় পণ্য
বিদ্যাদেবী হয় ফ্যাশন
পূজো হয় বাঙালির প্রেম
প্রেম হয় বাঙালির পার্কে গোপন
সব মিথ্যা:
মিথ্যা
মিথ্যা
মিথ্যা
তাহলে কি এই মিথ্যার পোকারা
নষ্ট করে দেবে
নগ্ন সত্যের পোশাক?
বই-সাথী, তুমি পরো না সে পোশাক!
0 Comments.