Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় নির্মলেন্দু শাখারু

maro news
কবিতায় নির্মলেন্দু শাখারু

১। খুশি

তোমার খুশি ভালোবাসার দেখালো পথ আলোর, আমার খুশি রামধনু রঙ, মেঘ-পালকের ঝালর। তোমার খুশি গঙ্গাফড়িং তিড়িং বিড়িং নাচে, আমার খুশি হারানো ধন ঝুলছে মোহর গাছে। তোমার খুশি টুনটুনি-মন দাপায় সারা বনে, আমার খুশি এক মুঠো রোদ ছড়ায় সবার মনে। তোমার খুশি ছন্দ-ছড়ায় হৃদয়কে দেয় দোলা, আমার খুশি রূপকথাপুর যায় না সে-দেশ ভোলা ! তোমার খুশি মিষ্টি সকাল উঠল পাখি ডেকে, আমার খুশি টাপুর টুপুর জলছবি দেয় এঁকে।

২। তুমি যখন

তুমি যখন ব্যস্ত পড়ায় আমি তখন আঁকি , টাপুর টুপুর আষাঢ়ে গান ব্যাঙমা-মন পাখি । তুমি যখন খেলছ মাঠে আমি তখন শান্ত , মনের খাতায় লিখছি ছড়া কেই বা সেসব জানতো । তুমি যখন নৌকো বেয়ে ইছামতীর বুকে , আমি তখন মায়ের কোলে থাকি পরম সুখে । তুমি যখন সঙ্গী নিয়ে দাপাও সারা বনে , আমি তখন সারেগামা সাধি আপন মনে । তুমি যখন খেয়ালখুশি ঘুরছো রঙিন বিশ্ব , আমি তখন জানলা দিয়ে দেখছি সবুজ দৃশ্য । তুমি যখন ভাঙছ নদী – বুকটা দুরুদুরু ! আমি তখন গড়ছি জীবন শেষ থেকে হয় শুরু ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register