জীবনকে দেখি আমি তপ্ত সূর্যের চোখে
যার রোশনাই না হলে তেতে থাকে চাঁদের শরীর
শুষ্ক মরুময় সময়ে সে ধূলিঝড় উঠিয়ে
মেঘের অবয়বে আবৃত করে নিজেকে
তাকে দেখি আমি এলোকেশী বৃষ্টির শব্দে
পথ আর পথিকের মতো
এক সুখকর মিত্রতায়।
জীবনকে দেখি আমি ক্ষুদে পিপড়ের শৃঙ্খলতায়
তারাও তাদের মতো পথ এঁকে নেয়।
সুউচ্চ পাহাড়ের গায়ে মেঘের মতো বাষ্পীয় আদলে
আমাদের এই ক্রমহ্রাসমান পথ চলায়
জীবন ঝুলে থাকে এক অব্যক্ত সময়ের স্মৃতিতে
যোগ বিয়োগ শেষে একথাই প্রমাণিত হয়
জীবন মানে অর্থবহ শূন্যতা।
0 Comments.