Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় মালিপাখি

maro news
কবিতায় মালিপাখি

কবে ?

বাবাতো নেই মা কাজ করে লোকের বাড়ি বাড়ি । দাওনা তো কেউ আমায় সোহাগ, দাওযে শুধু আড়ি ।
তোমরা ওড়াও খুশির ফানুস, তোমরা মানুষ বড়ো । তাইতো রঙীন মারুতি আর  এয়ার বাসে চড়ো ।
মানালি বা কুলুতে যাও, নয়তো আবার উটি । মনের পাখি খুন হয়ে যায়, আমার তো নেই ছুটি।
সকাল থেকে একলা আমি কাগজ কুড়োই পথে । দীপ জ্বলেনা কোনো সময়  আমার মনের মঠে ।
তোমরা লাগাও কত কি ফুল  বাড়ির ছাদের টবে । আর আমি ফুল কাঁদি, আমায় করবে আপন কবে ?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register