ঠিক সূর্যটা ডুবু ডুবু প্রায়--
সোনালী রোদ চারি দিকে ছড়িয়ে পড়লো।
সোনাঝড়া একটা বিকেল, আকাশে স্তূপ মেঘের আনাগোনা।
রাস্তার পাশে বেশ কিছু বাড়িতে মাধবীতলা শোভা পাচ্ছে।
নেবে পরেছে বৈকালিক ভ্রমনে যাওয়া মানুষ জনেরা।
কেউবা ফাঁকা রাস্তায় আবার কেউবা উন্মুক্ত পার্কে।
এমন একটি বিকেলের টানে প্রেমিক প্রেমিকা যুগলের আড্ডা।
শেষ বিকেলের শেষ রোদ টুকু মেখে চলেছে শালিকের দল।
বুড়ো বাবুর দল শেষ বিকেলের রোদ গায়ে মেখে হাহা হিহি তে মত্ত।
এ যেন এক বেহুঁশ বিকাল কোথাও হাড়িয়ে যাই!
0 Comments.