Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পার্থ সারথি চক্রবর্তী

maro news
কবিতায় পার্থ সারথি চক্রবর্তী

নতুন দিনের অপেক্ষায়

এখন যা ঘটবে বা ঘটছে .       সবকিছুই অবৈধ, দুর্যোগ, অঘটন বিনাবাধায় শয়ে শয়ে রাত পার হয়ে .       দিনের অন্ধকারকে দেখার আভাস
প্রকান্ড গহ্বর- গভীর গিরিখাত-দুর্বল সাঁকো যুদ্ধ-দুর্ভিক্ষ-মহামারী-গণহত্যা আনাচে কানাচে উপচে পড়া অগুনতি, সংখ্যাহীন অসাড় শরীর
আগ্নেয়গিরির নিচে বসে থাকা বিশ্বাস ধিমে আঁচে পুড়ছে তন্দুরির মতো কখনো কখনো মাথা উঁচু করছে পরিচিত কাউকে দেখার আশঙ্কায়
শিস দিচ্ছে মৃত্যুরাগে গাওয়া গানের তালে অভাব-অনটন-অবিশ্বাস-অপ্রেম, যেন ধীরে ধীরে আত্মকথনের - .             বধ্যভূমি হয়ে উঠছে নতুন সূর্য-হলদে সকাল-সোনালী বিকেল- .            আজো অধরা, শুধু কবিতায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register