Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

maro news
কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

বিপত্নীকের আক্ষেপ

সেই কোন যৌবনোন্বেষে, বধূ-রূপে এলে এ গৃহে; নম্র-লাজে সার্থক করি মিনতি নাম নিজ-গুণে।
আকাশ-ভরা স্বপ্ন লহে জড়ালে আপনি সবারে; সুষমার এ ঘর ভরি, কৃতার্থ করলে এ দীনে।
কর্কট-বজ্রপাত রূপে অকস্মাৎ আঘাত নামে; ছার-খার হ'ল সংসার সব কিছু শেষ নিমেষে।
পারিনি রক্ষিতে তোমাকে, অক্ষম -পতি, ক্ষমা মাগে, রেখে গেলে, চিহ্ন আপনি, পুত্র বুদ্ধ, কন্যা মৌসুমে:
শূন্য-পথে দেখি তোমাকে, শান্তিতে থাকো পঞ্চভূতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register