Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছ ছড়া-কবিতায় মালিপাখি

maro news
গুচ্ছ ছড়া-কবিতায় মালিপাখি

১। আমি

আমি চিলেকোঠা ঘরে থাকি । আমি রূপকথা পাড়া আঁকি ।
আমি ঘাসফুল, আমি তারা । আমি চারাগাছ, আপনারা --
আমি একরাশ ভালোবাসা । আমি কাছে এসো প্রিয় ভাষা ।
আমি ভাষাপথ বুকে জুড়ি । আমি রাঙামাসি, আমি ঘুড়ি ।
আমি একরোখা জেদি ঘোড়া । আমি আলো-আঁধারিতে মোড়া ।
আমি কাঁচপোকা জুঁই নদী আমি মাছরাঙা, কেউ যদি --
আমি জলপরী, নাচ শেখো । আমি ভাঙাতরী,ভালো থেকো ।
আমি চিঠি ঘর, চিঠি, চিঠি - আমি প্রজাপতি, গিরগিটি ।
আমি হই হই ছেলে বেলা । আমি লুকোচুরি,লুডো খেলা ।
আমি আয় আয় হাঁসবাড়ী । আমি এই ভাব,এই আড়ি ।
আমি ঘাসফুল, আমি তারা । আমি চারাগাছ, আপনারা -।

২। উপহার

ভাষা বুক থেকে বুকে ওড়ে - ভাষা জেগে ওঠে ধান ভোরে ।
ভোরে আঁকা বাঁকা পথ ছোটে - ভোরে পাখিদের গান ফোটে ।
ফোটে নদী নদী ঢেউ গুলো - ফোটে আকাশের নীল ধুলো ।
ধুলো সারি সারি গাছ আঁকে - ধুলো রাজা বলে কাছে ডাকে ।
ডাকে পারিজাত মন, পারি - ডাকে মাছরাঙা আঁকা বাড়ি ।
বাড়ি সারাদিন মাতে কাজে - বাড়ি আলপনা দিয়ে নাচে ।
নাচে হুসপাখি, নাচে রবি । নাচে গানপরী, নাচে কবি ।
কবি ঘেমে ওঠে তবু চলে - কবি ঢেউ ছুঁয়ে ছুঁয়ে বলে - !
বলে আহা আজ আমি কেযে - বলে ভাষাটাকে ঘষে মেজে ।
দেবো উপহার কাকে ? এসো। দেবো তোমাকেই। ভালো বেসো ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register