ধূসর ধরার মাঝে ধূসর মুখে
ধূসর মনের প্রকাশ,
তুমি দেখেছ কি ?
চরম মহামারিতেও জ্বলন্ত ইজ্জত,
বিষজর্জরিত বাতাস,
অনুভব করেছ কি ?
যদি করতে, তাহলে বারুদ হয়ে ফেটে পড়তে,
এত নির্বিকার !
এ তো পশু প্রবৃত্তিকেও হার মানায়,
আত্মজ হলে কি পারতে নিশ্চিন্তে নিদ্রা যেতে ?
বিবেকের হাত ছেড়ে দিয়ে ভোগো স্বার্থপরতায়,
মানুষে মানুষে প্রেমের একতা মজবুত করো ভাই,
প্রেমের নামে মৃত্যুখেলা বন্ধ হওয়া চাই,
পশুর চেয়েও অধম তারা, নির্মম খুনি,
নতুন করে বিচারের প্রয়োজন নাই, চাই মৃত্যুদণ্ড,
মাতৃজাতির অবমাননার সঠিক শাস্তি চাই ।।।
0 Comments.