Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় বিপ্লব গোস্বামী

maro news
গুচ্ছকবিতায় বিপ্লব গোস্বামী

১। বদলে গেছে

ব্লক করেছিস আমার ফেসবুক প্রোফাইল ভেঙ্গে ফেলেছিস আমার দেওয়া মোবাইল।
ব্লেক লিস্টে রেখেছিস আমার মোবাইল নং আস্তে আস্তে বদলে দিলে কথা বলার ঢং।
বদলে দিলে চিন্তা ভাবনা বদলে দিলে মত অবশেষে বদলে দিলে বাড়ি ফিরার পথ।
বুক ভরা আশা তোর বড় হওয়ার স্বপন সরাতে চাস পথের কাঁটা আমি পুরাতন।
জানতাম যদি তোর বদলে যাওয়ার কারণ হাসি মুখে দিতাম বিদায় করতাম না বারণ।
 

২। দয়াল প্রভু

মানবের তরে দয়াল প্রভু করেছো কেবল দান, আকাশ,বাতাস,গ্ৰহ,তারা চাঁদ,নদীর কলতান।
বাঁচিবার তরে দিয়েছো বায়ু তৃষ্ণা মিটাতে জল, ক্ষুধা মিটাতে দিয়েছো অন্ন শাক,সবজি,ফল।
আঁধার নাশিতে দিয়েছো রবি জোছনা ছড়াতে চাঁদ, নিরাপদ আশ্রয় দিয়েছো দয়াল দিয়েছো গগন ছাদ।
না চাইতে দিয়েছো সবই হে দয়াল মহান, যা পেয়েছি যা দেখেছি সবই তব দান।

৩। ইচ্ছেধারী

যেমনি করে শিশু খেলে বাল‍্য বয়সে, ভাঙে গড়ে মাটির পুতুল মনের হরিষে।
ক্ষণে স্মরে, ক্ষণে ভুলে ক্ষণে গড়ে, ক্ষণে তুড়ে।
অমনি করে খেলছো তুমি মানব জীবন নিয়ে, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা জয়,পরাজয় দিয়ে।
রাজা, ফকির, মুনিব, নকর বড়, ছোট করে, অহং, লোভ, স্বার্থ দিয়ে পাঠিয়েছো ভবের মাঝারে।
যেজন অহঙ্কারে মত্ত হয় করো তার পতন, দীনের করো রাজা তুমি আপন ইচ্ছে মতন।
উচ্চ হয়ে নিম্নে যারা করে যখন হেলা, তুমি তখন তোমার মত শুরু করো খেলা।
উঁচুরে করো নিচু আবার নিচুরে করো উঁচু, উচ্চ শ্রেণীর অহং নাশে কলঙ্ক দেও পিচু।
রাজারে করো ভিখারী আবার ভিখারীরে করো রাজা, অহঙ্কারীর অহং নাশে তুমি বড় পাও মজা।

৪। কুরবানি

সারা বিশ্বে আনন্দ জোয়ার এলো কুরবানির ঈদ ; আজি কুরবানী দেবো পশুত্বা অহং ভরা হৃদ। কুরবানি করব অশুভ শক্তি লোভ,মোহ,কাম ; অধর্ম,অন‍্যায়,নারী লালসা যত সব হারাম। ইসমাঈলের পিতা ইব্রাহিম সেদিন আল্লাহর আদেশ মতে ; কুরবানি দিলেন পুত্র মোহ সেই আরাফাতের পর্বতে। আজি মোরা করব সবে মনের শয়তান বলিদান ; আনন্দেতে গাইব সবে আজি মহান আল্লাহর জয়গান।

৫। মায়ের দেওয়া শিক্ষা

মায়ের কাছে শিক্ষা পেলাম সত‍্য কথা বলতে, অসৎ সঙ্গ ত‍্যাগ করে সৎ পথে চলতে।
মায়ের কাছে শিক্ষা পেলাম শিক্ষা গুরু ভজতে, মানী জনে মান দিতে সত‍্য নিষ্ঠায় মজতে।
মায়ের কাছে শিক্ষা পেলাম স্বচ্ছ হয়ে থাকতে, ঘর,দোর,বিদ‍্যালয় গৃহ সাফ সাফাই রাখতে।
মায়ের কাছে শিক্ষা পেলাম স্বাস্থ‍্য বিধি মানতে, যোগ,ব‍্যায়াম,শরীর চর্চা নিয়ম নীতি জানতে।
মায়ের কাছে শিক্ষা পেলাম দীনের দুঃখ বুঝতে, অসহায়,আর্তে সাহায‍্য করতে অশুভের সাথে যুঝতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register