স্বপ্ন আমার সোমবারের ভোরে।
ভক্তা অঞ্জলি ওরে!
অন লাইনে, এখন আছি আমি।
আমি বাবা তারকনাথ স্বামী।
শোন মন দিয়ে-
মেসেজ তোকে দিলুম নিজের থেকে;
আপন মনেতে তোকে ধরে রেখে;
শেওরাফুলির গঙ্গা ঘাট থেকে
কলস নিস জলে ভরে!
তারপরে,
বাঁকে করে
আয় বয়ে নিয়ে!
খালি পায়ে, হেঁটে হেঁটে হেঁটে।
তৃষ্ণার জল ছাড়া অন্য কিছুই যায় না যেন পেটে;
মনে বিশ্বাস রাখবি, আমি সদাই তোর সাথে আছি।
তোর ভক্তির কাছাকাছি।
এই জল নিয়ে গিয়ে
আপন হাতে ঢালবি তারকেশ্বরের বাবার শিরে।
আমিই সেই বাবা, সন্তুষ্ট হব তোর ঢালা নিরে!
আমি দব বর,
নিজ সৃষ্টি কর্মে তুই হ অমর!
0 Comments.