Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় ছবি ধর

maro news
কবিতায় ছবি ধর

হারভেস্ট ওয়াটার

শ্রাবন হারা চষা জমি উদাস হয়ে চেয়ে আছে উন্মুক্ত আকাশের দিকে l এক পশলা বৃষ্টির ঘ্রাণ নিবে বলে দারুণ রুক্ষতা মাটির বুকে l ভেসে যাওয়ার আকাঙ্খায় খড়কুটোরা গুটিয়েছে পাততারি -- ব্যাঙাচিরা তাদের জীবন চক্র সামলাতে হিমশিম , হরি - হরি ! ঘরের সামনে নিকোনো উঠোন শস্য শুকোয় তপ্ত বুকে l
সব আশা ভঙ্গ দিয়ে শ্রাবনহারা স্কুলছুটি গুলো বেজার মুখে , শ্রাবনে কত মাছ ধরে জেলে,লাঙ্গলও হাসে কৃষকের সুখে l ময়ূরের নাচ দেখেই বর্ষামঙ্গল গায় মাঝি ভাই , ঝড়ো ঝড়ো , ছলো ছলো শ্রাবণ হারা হয়েছি সবাই l পানকৌড়ি বসে ফুঁপিয়ে কাঁদে মাছরাঙা আর জলপিপির দুঃখে l
অতি দ্রুত শেষ হয়ে আসছে ভূগর্ভস্থ পানীয় জল হারভেস্ট ওয়াটার পরম যত্নে করে রাখি সম্বল l
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register