Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় হরেকৃষ্ণ দে

maro news
কবিতায় হরেকৃষ্ণ দে

স্বীয়

আমার ভেতর এক রাতচরা সাপ শরীরের উত্তাল গহ্বরে বেঁচে থাকে৷ জলের জন্য কোন চিৎকার নেই,চামড়ার আস্তিনে অস্থিমজ্জা কাটতে থাকে অনর্গল৷ মাঝে মাঝে শরীর ছেড়ে তাড়াতে চাইতাম কিন্তু নিধু বাগানের কথা মনে পড়লে কেমন যেন লাউমাচার মত ঝুলে থাকত বাতাসের অক্সিজেন ফুলিয়ে৷ নিতান্ত দুর্দিনে অন্ন সংস্থানের গুমটির পিছনে অহংকারের খোলস ছাড়িয়ে আসতাম অন্ধকার ঝোপের মত সংসার ফেলে৷ নিরন্ন মনের সাথে একা একা ঘাস কাটতে থাকতাম, জীবন বিরক্তি এক একটা রাত সামলে দিত আমার ইতিহাস৷ আমার ইতিহাস হিদাস্পিসাসের যুদ্ধ জানে না, জানে গতরের জ্বালাময় স্বেদ আর লণ্ডভণ্ড শরীরের ইতিহাস৷ স্বীয় মাঠে ঘাসের সবুজ সুঁচালো ডগায় নিজেকে বিঁধতে বিঁধতে আলের ক্ষয়ে যাওয়া পথে গল গল ঘামে ফুটে ওঠা ঘাসফুলের মত অজস্র তারাদের সাথে জেগে থাকতাম৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register