যখন তুমি বল, 'আমার একটা কবিতা চাই'
তখন আমার মনে হয় আমি নিজেই একটা কবিতা হয়ে যাই
কবিতা নিয়ে কি করবে তুমি?
পড়বে?
গাল ঘসবে?
চুমু খাবে কবিতায় ?
কেন?
কবিতা কি পাল্টা করবে আদর?
কবিতা কি আমার মতো তোমার জন্য কাতর?
তবু আমি কবিতা লিখি
তোমার কাছে পাঠাই আমার দোসর
কারন আমি জানি কবিতাকে তুমি 'আমি' ভাবো
আমায় ভেবে কবিতাতে ছোয়াও তুমি অধর
শুধু তুমি জানলে না
যখন তুমি কবিতা চাও
বলো, আমায় একটা কবিতা দাও
যখন তুমি ব্যাকুল হয়ে বলো, আমার একটা একান্ত কবিতা চাই
তখন আমার ইচ্ছা হয় আমিই আমার কবিতা হয়ে তোমার কাছে যাই
0 Comments.