Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বদরুদ্দোজা শেখু

maro news
কবিতায় বদরুদ্দোজা শেখু

ফুঁ 

কোকিল ডাকে ----কুহ্ কুহ্ কুহ্ কুহ্ , কুহ্ কুহ্ কুহ্ কুহ্ ! ঘুঘু ডাকে ----ঘুঘর্---ঘু , ঘুঘুর্--ঘু,ঘুঘুর্--ঘু , ---ঘু ! ----আমায় যেন জিজ্ঞেস করে, কী করছিস রে তু ?
আমি বলি, আমি নগণ্য তোদের জন্য খুঁজি অরণ্য তোদের বাঁচার দাবির জন্য আকাশে দিই ফুঁ ।
কাকরা ডাকে----কা----কা-----কা-----কা--- ভাগায় সবাই , পালা---! পালা-----!পালা------! ক'টা চড়ুই বিজলি তারে করছে কিচিমিচি বলছে যেন, তাদের জন্য কতোটুকু করিছি ?
আমি ভাবি, তাইতো তাইতো কৈফিয়ৎ দেওয়ার কিছু নাই তো, গাছগাছালি শেষ প্রায় তো পুকুর ডোবাও তেমন নাই তো, কী ভয়ঙ্কর, উঃ !
পরিবেশবিদরা চেঁচান কর্পোরেটরা গাত্র বাঁচান, সমাজসেবীরা কড়া নাড়েন ধর্মাবতার রুলিং ঝাড়েন, মন্ত্রী সান্ত্রী বেজায় ব্যস্ত---- পাখিদের আবার কী দরখাস্ত !? গভীর ভেবে হীরক রাজা মাথা নাড়েন---"হুঁ--উঁ-উঁ" !
আমি তো ওই হোমোস্যাপিয়েন বড়োই লোভী অকবি ননসেন হাতিয়ার এই খাতা ও পেন,--- তা দিয়ে তোদের বাঁচার জন্য
সমাজে দিই ফুঁ ।
,তোদের অধিকারের জন্য আকাশে দিই ফুঁ !!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register