Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় শ্রীজা দত্ত

maro news
কবিতায় শ্রীজা দত্ত

খড়কুটো

আমরা যারা একলা থাকি, মান অভিমানের পরে! প্রেমের ভেলায় ভাসার ছলে- দুঃখ ঘিরে ধরে।
পাহাড় জুড়ে মেঘের সেতার, এক চিলতে রোদ্দুর! দিগন্ত রেখায় বেসুরো গিটার- বাজছে সমুদ্দুর।
স্পর্শটুকুই মনে পড়ে, খুঁজিনা এখন আর! তোমায় নিয়েই গল্পগুলো- বাঁধ ভেঙেছে তার।
বিকেলগুলো আদর ঢালে, রঙিন আলো মাখে! তারারাও যে অভিমানী তো- কেউ কি সে খবর রাখে।
আমরা যারা উপেক্ষিত, স্বপ্ন বুনি রোজ! হিসেব করে দু'হাত বাড়াই- যদি কেউ নেয় খোঁজ।
শহরজুড়ে বৃষ্টি নামে, উড়তে থাকে পাখা! ঘাস ফড়িং এর দগ্ধমনে- সময়জাল আঁকা।
সন্ধ্যে নামে একলা ঘরে, জোছনার আলো আসে! তুমি যে বললে প্রেমিক নাকি- সবচেয়ে ভালোবাসে।
প্রেমিক আমায় বাঁচতে শেখায়, স্বাধীনচেতা হয়ে! চুমুর স্বাদের তিক্ততায় - মেঘ এসে পড়ে।
আমরা যারা ভীষণ বোকা, ছন্দ গড়তে জানি! গানের সুরে নিয়ন আলোয়- উঁকি দেয় হাতছানি।
হলুদ খামের চিঠি আসে, হয়তো একটা দু'টো! মিথ্যে কথার সংসারে আজ- আমরাই খড়কুটো।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register