আমার পৃথিবীর শরীরে বড্ড ব্যাথা
ধরতে যেও না একদম,
ভিতরটাতেও অবিরাম রক্ত ক্ষরণ
সবুজ তরুলতা অক্সিজেন দিতে বড্ড ভয় পাচ্ছে
"ভালো নেই... "
যে টুকুন আছে সেও তো মন্দের ভালো
ভীতরে একটা সবুজ বাতি জ্বলে আর নেভে,
কিন্তু এই নিরবতা মাধ্যাকর্ষণ থেকে দুরে সরে যাওয়া নয় তো?
না না...
"এ যে জন্মান্তরের টান গো, এক জন্মের নয়।"
হে বিধাতা করুণা করে আহ্নিক গতি সচল করে দাও।
গতি একটু কমিয়েই দিও তবুও...
না হয়....
জানি না।
তোমাতেই সব সমর্পণ করি...,
"আমার সকল দুঃখের প্রদীপ জ্বেল ..."
0 Comments.