আসলে আমি একটা ছেলেভোলানো
টিনের বায়োস্কোপ জানলায়,
চোখ রেখে কেবল দেখেই চলেছি
কেমন করে অনন্তের মতো দেখতে দাড়িওয়ালা একটা লোক বদল দিচ্ছে ভোল
প্রশ্ন করলে সিনেমাওয়ালা কেবল হাসে
বাজিয়ে দেয় ডুগডুগি
উত্তর দেয় না কোনো
মাথায় করে মায়ার বাক্সটা
পাঁচ আনা পাঁচ সিকে আদায় পকেটে ফেলে
চলে যায় অন্য সভ্যতায়
0 Comments.