কবিতায় জবা ভট্টাচার্য
অমর একুশ
ফেব্রুয়ারির একুশে-----
জীবনের জালিকা সফরে জমা অতৃপ্তির ধুলোয়,
জোয়ারির সুতো ছিঁড়ে গেলে,বিদ্যুৎ গাঁথি চেতনায়।
ফেব্রুয়ারির একুশে-----
আবার শপথ,দীর্ঘশ্বাস,রক্তমূল্যে অক্ষর কেনার মাস
শিরায় শিরায় তুষের আগুনে, একুশ জোগায় সাহস।
ফেব্রুয়ারির একুশে-----
রমনার মাঠে শহীদ কথায় অশ্রু ও ফুল মিলেমিশে যায়
ভাষার জন্য কতো প্রাণ ঝরে রক্ত আগুন চিতায়।
ফেব্রুয়ারির একুশে-----
বারবার অনমনীয় শিরদাঁড়ায় ঢেউ উঠছে,আমরা জাগছি
মাতৃভাষার চুম্বনে শত রফিক আজও মরতে রাজি।
0 Comments.