ক্যাফে কাব্যে অরূপ
হৃদয়ের জ্যামিতী
ভবঘুরে মনকে আটকানোর সাধ্য ছিল তোমার।
তুমি আটকে আছো বোতামে!
তানপুরা জানে কোন টানে খাম্বাজ
কাটা ঘায়ে ঝরে ইলশেগুড়ি ।0
আমাদের স্বর্গ নেই
যা আছে তা শুধুই ঘোর।
একাকীত্ব মিশে যায় ব্লাক কফিতে
বারবার ভুল হয় জীবনের উপপাদ্য।
0 Comments.