ক্যাফে কাব্যে গুচ্ছ প্রণব শেঠ
১)
মন আকাশের মেঘেরা যাক উড়ে
মন জুড়ে থাক শুধুই সুখের রোদ,
শান্তিবৃক্ষ উঠুক হৃদয় জুড়ে
প্রতি পলেই জাগুক জীবনবোধ।
২)
ঘুমভাঙা এক সকাল ছিলো
নতুন অভিযান,
এখন সকাল দিন বদলের
নীরব অভিমান।
৩)
জীবন আমার শূন্য মেঘের
নিস্তরঙ্গ জল,
ভাঙনধরা নদীর খেলা
চলছে অবিরল।
0 Comments.