ক্যাফে কাব্যে মহীতোষ গায়েন
কবিতাযাপন
আমৃত্যু আমি কবিতা লিখে যাব...
কবিতাই আমার প্রথম প্রেম,মৈথুন;
আমার প্রতিবাদ,প্রতিরোধ,সংগ্রাম,
আমার সুখ দুঃখের বাসর,জলসাঘর।
কবিতাই আমার বেঁচে থাকার রসদ,
আমার কবিতা-সন্তান প্রসবের সময়
আমি তৃপ্তির গর্ভ যন্ত্রণা অনুভব করি...
কবিতাই আমার ইহকাল,পরকাল।
আমার সামুদায়িক কবিতাযাপন অবসানে
সুদৃশ্য কবিতার ফুল,পাতা,অনুরাগ চাদরে
ঢেকে দিও আমার তৃপ্ত ও অতৃপ্ত দেহমন...
সমূহ সমাজ হোক সুখ-শান্তি-কবিতাময়।
0 Comments.