ক্যাফে কাব্যে উপাসনা সরকার
খাদ
(১)
চলো খাদের কিনারে যাই
পরখ করি
কত দ্রুততায় ছুঁড়ে ফেলে দেবে তাচ্ছিল্যে
নাকি
বুকে জড়িয়ে ধরবে বিপদ সম্ভাবনার আঁচ পেলেই
(২)
খাদ পৃথিবীর ভয়ংকর এক সমাধান
কত মুখোশ ছিঁড়ে ছিঁড়ে
আমি বা আমরা খাদ হয়ে উঠেছি অজান্তেই
ধাক্কা দিতে বা নিতে যেটুকু দেরি।
0 Comments.