T3 ক্যাফে হোলি স্পেশাল এ সন্দীপ গাঙ্গুলী
একান্তে
হৃদয় অবাধ্য প্রেম
চুপি সারে ঘুরে আসে একফালি জ্যোৎস্নার রাত
সম্পর্কের অরাজকতায় হারিয়ে যায় দুচোখের ইশারায়
হৃদয় অবাধ্য প্রেম.....
দপ করে জ্বলে ওঠে বসন্ত বাতাসে
স্বপ্নের আস্কারায় কেউ যদি ডেকে নিত?
চিঠি দিত আঁখি পল্লবের ছায়াছন্নতায়...
সে কি নামে ডেকে ছিল মনে নেই
মনে আসে এক মুঠো নীরবতায়
ফেলে আসা আবিরের গন্ধ
নীলদিগন্তে ফুলের আগুনের আহ্বান...
বসন্ত বিলাসে ছুঁয়ে যায়
স্মৃতি পথের লাগলো যে দোলের হাহাকার
ছায়াছন্নতার অবকাশ খুঁজে বেড়ায়
চিরযৌবন বসন্তের হৃদয় অবাধ্য প্রেম...
0 Comments.