Fri 19 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সপ্তর্ষি গাঙ্গুলী

maro news
ক্যাফে কাব্যে সপ্তর্ষি গাঙ্গুলী

সুরসন্ধি হৃদয়বন্দী

পেয়েছি তোমায় আপন করে হৃদয়ের সুর বিনিময় খেলায়, সন্তাপে পুড়ে মরছে কত প্রাণ নিখাদ ভালোবাসা হারিয়ে হেলায়! আমার চোখের তারা বিছানো মখমলে পড়েছিলো সেদিন তোমার পেলব চরণ; সাদরে তোমায় করতে বরণ তাই গেছিলো খুলে আমার হৃদয়-তোরণ। স্বেছায় হতে চেয়েছ তুমি আমার সকল দোষের ভাগীদার, জগৎসংসারে তোমার মতন এমন জীবনসঙ্গিনীর জুড়ি মেলা ভার। পড়ে যাবে ছেদ জীবনজোয়ারে রয়ে যাবে বাকি কত না কথা! সুরে সুরেই তবে পাক প্রকাশ হৃদয়ে পুঞ্জীভূত সকল ব্যথা। হাতের ওপর এমনি করেই রাখবে তুমি হাতটি ধরে, অপূর্ণ আমার ভালোবাসার ধাত্রী সোহাগে যতনে তুলবে ভরে। সুরের ভেলায় ভাসতে ভাসতে হলো গোটা একটা বছর পূর্ণ, সময়ের গন্ডী পার করে আমাদের এই সম্পর্ক হোক কালোত্তীর্ণ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register