আমি সাপোর্ট করি RCB - কে,
স্কুলবাসের বাকিরা সবাই KKR-এর দিকে ৷
KKR কাপ জিতেছে দুইবার,
RCB হেরে যায় বারবার৷
তা বলে RCB-কে সাপোর্ট করবো না?
হারলে, হাঁড়ি হবে আমার মুখখানা৷
তারপর সবাই বলবে আমায় এসে.....
হেরে যায় তবুও সাপোর্ট, আনন্দ পাস কিসে?
চলে আয় না তুই KKR-এর দলে,
জিতলেই মজা করতে শপিং মলে৷
আমি বলি কিছুতেই দল পাল্টাবো না,
RCB - কে সাপোর্ট করা জীবনে ছাড়বো না||
0 Comments.