Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে গপ্পে দীপশিখা দে

maro news
ক্যাফে গপ্পে দীপশিখা দে

রাগ অনুরাগ ......

সকাল সকাল উঠেও যেন মৌ সব কাজ গুছিয়ে সামলে উঠতে পারেনা | ওদিকে গরম জলে ফুটানো দুধের বোতল , সমিকের লাঞ্চ ব্যাগ , সকালের ব্রেক ফাস্ট ,তার মধ্যে বাথরুম থেকে প্রায় রোজ একই নিয়মে সমিকের তোয়ালে চাওয়া | উফফ! এই একটি ঘন্টা সারাদিনের আলসেমি তে কাটানো সময় কে booster dose দিয়ে দেয় | মৌ বাথরুমের দরজার ফাঁক দিয়ে তোয়ালে টা সমীক কে ধরিয়ে দিয়ে আসবে তখন একটি বার ভেজা হাতে সমীক ওর হাত টা একবার জোর দিয়ে টেনে ধরে , আর ব্যস্ত হয়ে মৌ নিজের হাত টা ঝটকা দিয়ে সরিয়ে নেয় , এই রোজের প্রাতঃ রোমান্স এর ক্ষণ টাই সে ভালোবাসে তাই ইচ্ছা করে বাথরুম ঢোকার আগে সমীক কে তোয়ালের কথা টা মনে করিয়ে দেয়না সে | কিন্তু ঠিক আধ ঘন্টা পরের নিত্য দিনের সেই দুবার বেজে কেটে যাওয়া মিসড কল , দেয় মৌ এর মেজাজ টা তেতো করে | আরে না না ! ওই আধুনিক বাংলা সিনেমার পরকীয়ার মাখন লাগানো মুচমুচে গল্প এটি নয় ......... তা হ্যাঁ যা বলছিলাম , ওই তেতো মেজাজের স্বাদ নিয়ে মৌ একটু বেশি জ্যাম লাগিয়ে দিলো সমিকের ব্রেড টোস্ট এ, আর মনে মনে ভাবলো ' আরো মিষ্টি খাও ,হোক তোমার সুগার , এতো মিষ্টত্ব তোমার জীবনে ...' সমীক তখন মিসড কল এ কল ব্যাক করতে ব্যস্ত , ' হ্যাঁ মা টিফিন মৌ তো প্যাক করেছেই , কি আজকে ? ওই ব্রেড টোস্ট জ্যাম দিয়ে , আরে এটা ময়দা নয় আটার ,তোমাদের তো বলি আজকাল সবাই whole wheat ব্রেড খায় মা ,তোমরাও ট্রাই করো... ওকে টাটা . হ্যাঁ অফিস পৌঁছে করে দেব '| ফোন টা রেখে সমিকের ওই মুচকি হাসি টা .... উফফ ! গা জ্বলে যায় | সমীক টোস্ট এ কামড় বসিয়ে বললো ' আমার মৌ টুসি .শাশুড়ির কল শুনে রাগ করে এতো টা জ্যাম কেউ দেয় ....| ধাম করে খালি প্লেট টেবিলে চাপড়ে মৌ কিছুটি না বলে সমিকের প্লেট থেকে পরের ব্রেড এর স্লাইস টা তুলে মুখে পুড়ে দিলো. আর বললো ' ওই এক্সট্রা জ্যাম টা আমার তেতো ভাব কাটানোর জন্য লাগিয়ে ছি বুঝলে ' চার বছরের বিয়ে , ন মাসের ছেলে নিয়ে মৌ এর সংসার | গড়পড়তা সব বাড়িতেই ছেলে নামক জমি নিয়ে শাশুড়ি বৌমার লড়াই চলতে থাকে ,এটা কোনো নতুন বিষয় নয় | একসময় শুনতে হয়েছে মা না হলে এই সম্পর্কের মর্ম বোঝা যায় না , প্রেগন্যান্সির সময় মৌ খুব চেয়েছিলো যেন মেয়ে হয় . কিন্তু সিনেমাটিকে ক্লাইম্যাক্স ওর জীবনে রাখবে বলে ভগবান ছেলে দিলো | সেদিন সরমা মানে সমিকের মা য়ের মুখে যে কি হাসি , মাথার চুলে হাত বোলাতে বোলাতে বলেছিলেন ' দেখলি মৌ ছেলে হয়েছে , এবার বুঝবি মা য়ের কি হয় .....'চুলে বিলি কাটা তখন চুল খামচে ধরার মতো মনে হয়েছিল | কিন্তু আজ সমিকের অফিস বেরোনোর আধ ঘন্টা পরে মোবাইলে দুটো মিসেড কল ... ছেলে কে খাইয়ে এসে মৌ দেখলো সমীক 'স মম টু মিসড কল | কল ব্যাক করলো মৌ , ওপার থেকে ' মৌ কি করছিলিস ? প্রশ্ন শুনে একটু থিম মৌ এর জবাব ' ওই বাবাই কে খাওয়াচ্ছিলাম ', সরমা বললো আসলে সকাল এ রাজু কে ফোন করে বুঝলাম ও কখন বেরোবে, আসলে তোর সাথেই কথা ছিল | মৌ একটু ভিরমি খেলো, তারপর সামলে নিয়ে বললো ' কি ব্যাপার বোলো তো | একটু থেমে সরমা একটু নিচে স্বর নামিয়ে বললো , মৌ একটা বিষয় আমি রাজু কেও বলতে পারিনা , যতই ছেলে হোক তবু একটা মেয়ের মন শুধু মেয়ে রাই বোঝে ছেলেরা নয় | ফোন জিনিস টা ভালো মজার স্বর কে নিজের আওতায় রাখতে পারলে , অপরপক্ষ তোমার মুখের ভাব তো টের পায় না , যদি পারতো তবে জানতো মৌ ভ্রু যুগল তখন ধনুকের ন্যায় , আর মুখে এক বাঁকা হাসি | সেই যাই হোক , মৌ বললো ' হাঁ টা সত্যি মা ' | সরমা বললেন , ' তোর বাবা কে আমি রোজ বলি মর্নিং ওয়াক এ যেতে , বলে নাকি সকালে উঠেই হাটতে পারবোনা , জানিস তো হাঁটা তে এলারজি | সে কিনা আজকাল রোজ বিকেলে চার টা বাজলেই তাড়াতাড়ি আমাকে চা দিয়ে রেডি হয়ে বেরিয়ে পরে | কোন এক বন্ধু হয়েছে বাজারে , তার সাথে নাকি হাটঁতে যায়. বললে বলে পড়ন্ত রোদে হাঁটার মজাই আলাদা | রোজ নিয়ম করে চার টের সময় | আজকাল তার আবার কি সাজ বেড়েছে | ধূসর ছেড়ে নীল , জাম রঙের টি শার্ট পড়ছে | এই সব কথা কি রাজু কে বলা যায় , মস্করা করবে | যদিও মৌ তখন ফোনের ওপার থেকে সেটাই করছিলো মনে মনে , আর ভাবছিলো ' বেশ হয়েছে আরো ছেলে ছেলে করো , চারটের সময় ছেলে কে অফিস এ কল করা বেরিয়ে যাবে | সরমা কে যদিও বললো, ' আরে না না মনের মিল হলে এই বয়েসে একটু সেখানে মেলামেশা করা ভালো , তুমি তো সিরিয়াল না দেখে তখন বাবার সাথে বেরোতে পারো | সরমা বললো , আরে সিরিয়াল নয় রাজু কে ওই সময় টা তেই তো ফোন করি . আমি রাস্তায় ফোন নিয়ে বেরোতে পারিনা তাই আর বেরোনো হয় না | কি অবলীলায় কথা গুলো সরমা বলছিলো মৌ কে | সারাদিনে ওই টুকু সময় ছেলে টা ফ্রি থাকে ,তখন দুটো কথা বলি | মৌ কথা শুনে অবাক ! আচ্ছা শোন্ মৌ ওই যে আরেকজন ঢুকছে বাড়ি , আমি কাল রাজু বেরোলে আর তোর শশুর বাজার গেলে তোকে মিসড কল দেব. তুই সময় বুঝে কল করিস | এরপর থেকে এক সপ্তাহ আর ব্র্যাক ফাস্ট টেবিল এ মা ছেলের কথা হয়না . সমীক বললো ' জানো মৌ , মা আজকাল মিসড কল দিচ্ছেনা সকালে আমার খাবারের খবর নিচ্ছেনা | বাবার সাথে নাকি কথা বলছে বলে তাড়াতাড়ি ফোন রেখে দেয় আজকাল আমি ফোন করলে. মৌ পিছন করে দাঁড়িয়ে জামা কাপড় ভাঁজ করছিলো আরে মনে মনে তার কি হাসি ... রবি বারের দু ব্যাগ বাজার নিয়ে বাড়ি ফি রে সমীক মৌ মৌ বলে ডাকতে লাগলো , মৌ বললো কি বেপার ষাঁড়ের মতো চিল্লাও কেন ? সমীক বললো আরে মজার ব্যাপার হয়েছে বাবা রোজ বিকেলে এক বাজারে আলাপ হওয়া বন্ধুর সাথে হাটঁতে যায় ,সেই নিয়ে কিসব অশান্তি মা বাবার মধ্যে , তাই মা এতদিন ব্যস্ত ছিল এবার সেটা বোঝা গেলো | পরশু তাই আমাকে ফোন না করে চার টের সময় বাবা র সাথে বেরিয়েছিল , বাবা একটু অরাজি থাকায় ধুন্ধুমার কান্ড ,অবশেষে মা সাথে গিয়ে দেখে এসেছে , যে সে এক কল্পনার নারী সঙ্গ নয় রমাকান্ত চাটুজ্জে ,বাবার থেকেও বছর পাঁচেকের বড় বৃদ্ধ | এই সিরিয়াল দেখে দেখে মা য়ের মাথায় সব ভূত উফফ ! মৌ তখন ভাবছে' ভূত গুলো ইঞ্জেক্ট তো আমি করেছি মশাই তাই আজকাল সকালের মিসড কল আসেনা , তুমি অফিস বেরোলে আমার ফোন এ মিসড কল আসে..... আবার একটা সপ্তাহ শুরু , সকালের সেই ব্যাস্ততা , ফুরফুরে মেজাজ এর মৌ এর মেজাজ টা আবার তিতো হয়ে গেলো সকালের মিসড কল ২টি টাইমস ' মা কলিং' সমিকের ফোন টা তখন মৌ য়ের হাতে ..........
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register