Thu 18 September 2025
Cluster Coding Blog

|| বিদ্যাসাগর || ক্যাফে স্পেশালে বিশ্বজিৎ হালদার

maro news
|| বিদ্যাসাগর || ক্যাফে স্পেশালে বিশ্বজিৎ হালদার

প্রসঙ্গ বিদ্যাসাগর

ভেবেছিলাম সারা পৃথিবীকে ঋণী করে যাবো- বীরসিংহের ঈশ্বর হয়ে নয়, অক্ষরের কারিগর সেজে। শুকনো কাঠে লুকিয়ে থাকে আগুন যেমন বোবা মুখের ভাষায় ফুটবে, অগোছালো বর্ণমালা।
ঈশ্বর শব্দের মত রেখে যাবো কিছু লেখচিত্র , ধারাপাতের উঠানে একদিন তাঁরা হয়ে উঠবে; হাজার শব্দের পরিবার,,,, আদর্শলিপি।
চলমান সভ্যতা সবকিছু শুষে নিচ্ছে , দাবানলের মতো নিজে পুরছে আর উপহার দিচ্ছে, পরম্পরার অপমৃত্যু!
ছুটির দিনে ছেলেটার ঘুমোনোর ইচ্ছে, মাস্টার মশাই তাকে মঞ্চে ডেকে বলেন - আজ বিদ্যাসাগর মহাশয়ের জন্ম দিন ছেলেটি মুখস্থ অভ্যাস বলে যায় কবিতা।
ইংরেজি মিডিয়ামের ছেলেটি বলে আমার বাংলাটা ঠিক আসে না সে জানে না মা উচ্চারণে মা, আ বলতে হয়। ওঁরা বাংলা বর্ণমালার সদস্য।
আজ ডাকবাক্সে চিঠি জমেনা, দুরন্ত অক্ষর গুলো বন্দি- যান্ত্রিক কারাগারে, কম্পিউটার কিংবা মোবাইল কিবোর্ডে।
বিদ্যাসাগর নাম চাইনি , আমার বর্ণমালা তুই বেঁচে থাক সূর্যমুখী না হোক আজন্ম শব্দের ঈশ্বর হয়ে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register